420)
বলতে পারো ওরা কারা ?
ওমকে বেচে ঝড় তুলে খায় স্কিলের জোরে
যে কারণে বিশ্বব্যাপি খ্যাতির বহর
ম্যানচেষ্টার লিভার পুলের
তুমি ও তেমন হতেই পারো
নিজ গুণে হাত বাড়ানো হাতটি ধরে --
দেখো চেয়ে ঐ দেখো ওই বৃন্দাবনে
সুরের আকাশ ডাকছে কাছে উজাড় করে
----------------------------------
421)
তুমি তো সেই যাবে ভুলে
ভেবে আর কী হবে
শুধু এটুকুই জেনো
সাঁতরাতে সাঁতরাতে ও চাঁদ কতটা ফতুর--
----------------------------------------
422)
ভাবছো,ভাবো--
ভাবের ঘরে গন্ডি কেটে
কে জানে বা--কখন--কবে
পথটা হঠাৎ যাবে বেঁকে ধূসর চূড়ে
আজকে আমি--কালকে কে যে ?
আসবে ছুটে বাঁধন টুটে সহজ হতে
নাকল বলের কারুকাজের রকমফেরে--
---------------------------------------------
423)
যাক তাও অস্বীকার রাস্তাটা পিছনে
যেটুকু যা এলো চলে সামনে এটুকুই অনেক
এবার তুমি নিশ্চিন্তে ভরা ক্ষেত হতে পারো
জেনে রেখো অকৃতি অধম কৃপণ ছিলো না কখনো।
------------------------------------
424)
এই যে বুকে ফুটলো কমল সরোবরের ঢেউ
চাঁদ জানে তার অনুভূতি আর না জানুক কেউ
তোমার মুখে এমন আলো ঝরলো কেমন করে?
ফুসফুসের ওই গোপন গুহার একতারাটি নড়ে
থর মরুতে ওইটুকুটু অসীম সসীম বৃষ্টি বাদল রেখা
চেয়ে দেখো শ্যামকুঞ্জে তোমার নামটি লেখা।
----------------------------------------
425)
জানছে যে জন গুণবিচারে নামটি তার বনমালী
বেলা শেষের আনমনা রোদ কেমনে ছিটায় কালি!
এর চেয়ে বেশি পথের বাঁকে কী আর বলার থাকে?
থাক সে আগুন নিজের মতো আপন করে তাকে
কথার পিঠে কথা জুড়ে কাদার বাজার শেষ বিচারে!
বদল হওয়া সমীকরণ এই তো স্মৃতি কত সুখের!
এরপরেও আকাশ ছোঁয়া বিলাস ব্যাসন থাকবে মনে আবির রঙে--?
---------------------------------------
১৩/৮/২৩-অবুঝ মন -