------------------------------------------
স্কুল ছুটি-
অথচ ছুটির ঘন্টা কেন শোনা যায়?
কামিনী আতব কি বেদখল হতে চায়?
গোপন ভাঁজের উদ্বায়ী ছবি-
সে তো নিজেকে হারায়
তবুও কি পুড়ছি ভিতরে,বিবেক সুধায়?
বুঝেছি এতো সব আয়োজন-
অলীক স্বপ্নের দায়
'টুপুস জলের শব্দে' ঘুম ভেঙে যায়।
--------------------------------------------
১৯/৪/২০২০-
--------------------------------------------
জানি মনের কিনারে বাঁধা আছে থৈ
তাই কি দেখতে চেয়ে বলেছিলে পৈ পৈ?
দেখিয়েও দিলে অনায়াসে দুগ্ধ সাগর অথৈ!
কত কষ্টে দমিয়ে রাখা অবাক পৃথিবীর মৈ
হঠাৎ আবার হারিয়েও গেলো সেই কৈ
খোঁজার তাগিদে কতবার ডাকাডাকি চৈ চৈ
রাত জাগা সেইরাতে উড়লো যে কতো খৈ
ফিরে এলো আলেয়ার দিঘি চিক চিক টৈ টৈ
কি করে যে উবে গেল সেই অমোঘ রৈ রৈ!
স্মৃতি ধূসরিত বালুচর হয়ে রয়ে গেলো ছৈ ছৈ।
---------------------------------------------
১৬/৪/২০২০-অবুঝ মন-