চোখে চোখ রেখে প্রেমিকের ঠোঁট প্রেমিকাকে খোঁজে
মাদক যৌবন এভাবেই ওরা নিতে চায় জেনে বুঝে
ভুল করে বেছে নেয় ভরা দিঘি পাশে জনতার লেক
চারপাশে ভিড় করে জন সেবকের ঘেউ ঘেউ নানা ফেক
বিনা নিমন্ত্রনে হাত পাতে অকাল বোধন কালে
কার সাজা কে পায়?প্রেমিক গ্ৰেপতার কিছু না দিলে
মধু বসন্ত ঘরে ফিরে যায় আলেয়ার ভরসায়
পাষাণি ফাগুন হাসে আগুন কি নিভে যায়?
---------------------------------------------
১১/৫/২০২০-
--------------------------------------
যে ফুলে ধরেছে কিট
ঝরে যেতে চায় টুপ করে।
যে সাগরে উঠেছে বিষ
মিশে যেতে চায় ধূধূ বালুচরে।
যে পাখি মেলেছে ডানা
উড়ে যেতে চায় খাঁচা শূন্য করে।
যে বাঁশি গেছে ভেঙে
কি করে বাজবে বল মধুর সুরে?
--------------------------------------
১২/৪/২০২০-
-------------------------------------
ও প্রতিশ্রুতির চ্যাটচ্যাটে দেওয়াল তুমি ভালো আছো তো?
মনোলোভা রঙের ফানুস এখনো ওড়াও!
আমাকে গিলে নিলে ক্ষতি কি ছিল?
সারারাত হাঁটতে হতো না একা এই আর কি,বৃষ্টিভেজা মরুপথ
দেখ কান্ড আবারও,তুমি উঁকি মারছো সরষে ক্ষেতের গায়!
--------------------------------------------
১৭/৫/২০২০-অবুঝ মন-