মরা গাঙ ভরা হয় তীর ছোঁবে বলে
ভালো বেসে নানা কথা বলা বুঝি চলে?
ঐ যে আকাশ নীল নীরবে দাঁড়িয়ে রয়
মাঝে মাঝে সেও যে ঘন মেঘের আঁচলে হারায়।
ঘাস রুপে বাঁশ ঝাড় ও উঁকি মারে আকাশে
বিরহের ব্যথা কি নেই বৃন্দাবনের বাতাসে?
সুখের পরব ছুঁতে গাঁথা হয় ফুলো মালা
ছিঁড়ে গেলে বোঝা যায় বিরহের এ কি জ্বালা?
--------------------------------------------
-২৫/১২/২০২০-
--------------------------------------------
সাগরের ঢেউ মেখে গায়ে
ওরা এগিয়ে চলে পায়ে পায়ে
কারো চোখে ঘর বাঁধা স্বপ্ন
কেউ বা আবার আগুন হাওয়ায় মগ্ন
ওরা জানে না কার মনে কি আছে?
তবুও ওরা প্রেমকে বাঁচিয়ে রাখে
ক্ষণিকের মুসাফির না হওয়াই ভালো
মিথ্যে না হোক ওদের আশার আলো।
-----------------------------------------
২৬/ ১/২০২১-
----------------------------------------
বিমুখ যে হতে হবে
এ কথা কখনো ভাবনাতে আসেনি
তাই তো আবারো উজান ঢেউয়ের স্রোতে
হয়েছিলো ক্ষণিকের জানাজানি।
ভিতরে বইছিলো আড়াআড়ি পোষাকি বহর
বুঝতে না বুঝতেই ধেয়ে এলো-
প্রকান্ড,প্রবল ও প্রতাপ কালবৈশাখী ঝড়
প্রেম খুঁজে পেলো বেদনার অথৈ সাগর!
---------------------------------------------
-২৬/১/২০২১-অবুঝ মন-