দাবানলের যে আগুন কামনার স্রোতে মিশে ছিলো
সেখানে কি শান্ত বেলা তটের হয়েছে আবির্ভাব?
অশান্ত সমুদ্র বেসামাল ঢেউ বুনে--
কি করে হতে পারে হিমায়িত নিথর বরফ?
প্রশ্নের মুখে কামনার আগল খোলা রক্তের হড়পা বান
সময় এতো তাড়াতাড়ি মেদবহুল হতে পারে!
সম্পর্কের এ কি রসায়ন?
অথচ অদৃশ্য বিজড়িত স্মৃতি--
বৃন্দাবনে বেবাক ভালোবাসার সেতু হতে আজও চায়
কেবল মাঝখানে অজস্র রোদ্দুর নেশা চূর্ন বিষাদ চিহ্ন এঁকে ফিরে গেছে সাহারায়--
---------------------------------------------
-১৪/১০/২০২০-
-------------------------------------------
আলো জ্বলছে দেখে দিলেম পাড়ি
সেখানেও অপেক্ষার নেই ছাড়াছাড়ি
মন থেকে চোখ অবধি কিছুটা জমলো মেঘ
মায়া আলো ছেড়ে ফিরে এলেম আমার শহরে
কষ্টটা যে ঠিক কোথায়?
খুঁজতে খুঁজতে শিউলি সুবাসে ভোরের উদয়।
--------------------------------------------
-১/৯/২০২০-অবুঝ মন-