199)
চৈতি হাওয়ায় ফাগুন বিদায় আগুন কি আর থাকে?
তবু দেখি উড়িয়ে আঁচল মিষ্টি সুরে ডাকে
জ্বললো আলো কিছু সময় অনেক কথা বলা
ভালো থাকার বার্তা রেখে এলো বিদায় বেলা
নিঝুম রাতে একলা ঘরে মনের দুয়ার খুলে
ঘুম পাড়ানি মাসিপিসি কোথায় গেলো চলে?
------------------------------------
-১৯/৩/২০২১-
----------------------------------
(200)-
হৃদয় জাগানিয়া স্পর্শ ঘিরে অনেক স্বপ্ন দেখা
চোখ খুললেই পাখি ওড়ে একাই জেগে থাকা!
এমনি করে সাঁতার কাটা হৃদয় উজাড় করে
হাতে হাত রাখা আবেগের বরিষণ বসন্ত সমীরে
কি উপহার সাজিয়ে রাখি ফানুস বাজি চড়ে?
তবুও দেখি উড়ছে নিশান প্রেম যমুনার তীরে!
--------------------------------------
-২০/৩/২০২১-অবুঝ মন-