সমস্যার আকাশ জুড়ে অনেক সময় পার করে
দেখা দিলে তুমি আবার নতুন সূর্য হয়ে
ব্যবধানের সমুদ্র টা হারিয়ে গেলো দূরে !
সুখ পাখিটা গাইলো গান সেই তো কাছে এলে।
--------------------------------------------
-১৮/৯/২০২০-
-------------------------------------------
সুখ পাখিটা খুঁজতে চেয়ে পাতায় এলো পুতুল নাচের খেলা
সুখ ও শোকে বিরাজমান ভাঙচুরের মেলা
সেই থেকে বিসমিল্লাহর সানাইয়ের সুর বাজে গভীরে
সোহাগ আগমনী স্রোত বয়ে ধরা ছোঁয়ার বাইরে
তবুও ছক ভাঙ্গা সংলাপী স্মরণে কবিতার চারা আজও হাত ধরে।
--------------------------------------------
-৭/৯/২০২০-
--------------------------------------
খোঁজ খবরের পাতায় এলো নীলাঞ্জনার শীতল ময়াম
হয়তো খানিক বৃষ্টি ভেজার নতুন আভাস
এইটুকু যে অনেক খানিই মিষ্টি সুবাস
সময় সে তো যায় না থেমে চলতে থাকে
কি লাভ বলো মান-অভিমান পরশ মেখে?
--------------------------------------------
১৬/৯/২০২০-
--------------------------------------------
অনুভূতির রক্ষণে কি দাবানল হয় কোমল?
ভিজে মাটির পরশ পেলে বীজ ধান চায় জমি দখল
ফিরে দেখা খেলাঘরে হু-হু হাওয়া স্থান নিলে
চায়ে চুমুক উবে যাবে দমবন্ধ জানলা খুলে।
--------------------------------------------
-১৫/৯/২০২০-অবুঝ মন-