।।অণুকাব্য-প্রেমের তরী।।
---------------------------------------------
শুনেছো কালকে জানবো কি করে?
আমি তো কাছে নেই
লেগেছে ভালো দিয়েছি পাঠিয়ে
অপরাধ এতে কিছু নেই
শুনেছো কালকে জানবো কি করে বল?


জানতে কি চেয়েছি,পেয়েছো কোথায়?
বারে বারে কেন ছলো?
দূরে দূরে থেকে কাঁটার আঁচড়ে
আগুন কেন বা জ্বালো?
শুনেছো কালকে-জানবো কি করে বলো?
------------------------------------------
১২/৪/২০২০-
--------------------------------------------
ক্ষণিকের দাবানলে তীব্র দহন ঝর ছিলো
ছিঁটে ফোঁটা বৃষ্টি ও হলো
এর পর পরই সাদা পাতা ভেসে এলো!
কেউ কখনো জানলো না
আধখাওয়া কাঙাল চাঁদের গায়ে রক্তঝরা সিঁদুরের দাগ-
আজও লেগে আছে গভীর মুহূর্তের সাক্ষী হয়ে।
---------------------------------------------
২৪/৮/২০২০-
-------------------------------------------
পরবাসের গল্প যখন মনে পড়ে
পুরনো বীজ এসে পড়ে মনের দ্ধারে।
ও যে শিউলি সুবাস মন মাতানো স্বপ্ন দেখা
কল্প ছোঁয়া গল্প গাঁথা অবাক রেখা।।


এই তো সেদিন হাওয়ার সুরে বললো এসে
মিথ্যে কেনে মরিস ভেবে ভালোবেসে?
তোর ঘরেতে নেই যে আমার অবাধ যাতায়াত
আমার শহর জুড়ে আছে অন্য কারোর বাস।।
--------------------------------------------
২২/৮/২০২০-অবুঝ মন-