৩১৮)
এই যে পালিয়ে যাওয়া
সত্যি কি হাঁপ ছেড়ে বাঁচা যায়?
না কি ভাঙনের গভীরে লুকিয়ে বদল হাওয়া--?
ভাবতে পারো শব্দহীন তরঙ্গ যাক,ভেসে যাক দূরে--
অতীত ছায়া ঋণ স্মৃতিপটে আসে না কি ফিরে ফিরে?
আমি আজো আলো খুঁজে ভিজি একা একা মেঘলা দুপুরে
দেখি মেলে কি না যে চোখের আলোয় তুমি ছিলে?
------------------------------------
৩১৯)
ইচ্ছের মর্যাদা হানি হলো বলে ভেবে নিলে বর্জন
অথচ গ্ৰহনে শরৎ কতটা প্রবল হতে পারতো--
জানে শুধু এই মনখারাপি ভেজা আগুনে পুড়ে যাওয়া মন
তাই তো "আপন আমার আপন"কোরাসে গেঁথে যাওয়া এই বিষাদ যাপন
ভেবে দেখো এই যে পথের দিশা ছেড়ে যায় কি কখনো?
-------------------------------------
৩২০)
জানি কতশত ঢেউ ভাঙে আজও যাপনের সীমানায়
তবুতো হাজার প্রশ্ন মাঝে মাঝে বন্দরে উঁকি দিয়ে যায়
হয়তো কালের যাত্রাপথে এও এক কঠিন সংক্রমণ
ভেবে দেখো চেনা স্পর্শ একটু অবুঝ হলে কতটা বিলীন?
-------------------------------------
৩২১)
কি জানি? হয়তো এমন
মেঘের দেশেতে বসে থাকে কোন জন?
বুঝতে চাওয়া আর ভেবে নেওয়া দুটো কি সমান?
কিছু বার্তা আর প্রত্যক্ষ সংযোগ যদি হতো এক
বেবাক ভালোবাসায় পথের কয়েকটি দাবি ভারি পড়তো না কখনো।
-------------------------------------
৫/৮/২০২২-অবুঝ মন-