৩৫৮)
সেই তো ময়না গেয়ে চলে বারবার একই গান
অথচ মুঠোয় পুরেছে অজস্র আড়াল!
সত্যি যদি ভালোবাসায় মন ভরাতে চায়
তাহলে কী কারণে হাতুড়ির দাপাদাপি রয়ে যায়?
তবু কত না প্রতিশ্রুতির ফানুস এখনো উড়ায়!
এ পথেই সন্ধ্যা ঘনিয়ে রাত্রি নামে,পাখিরও তো জানা দরকার।
------------------------------------
৩৫৯)
ঠাঁই নাই ঠাঁই নাই শুনেও যে থেকে যায়
ধরে নিও সে কোন শুকনো পাতা নয়
তুমি বদলে যেতে পারো
হতেও পারে মাতৃগর্ভে যতিচিহ্নহীন ক্রমশঃ বিস্তার
তবু কী অবুঝ প্রেমিকের অস্থিরতা
একটুও স্বপ্ন বোনে না?
শুধু শুনতে হবে সুনামীর গর্জন!
জানি না এমন কর্মকাণ্ডের বিলাস কেমন?
--------------------------------------
-১৬/১/২৩-অবুঝ মন-