৩৫৪)
স্মৃতি ঘন হয়ে হলে একবার "ভিতর ঘরের বারান্দায়"এসে বসো
জানতে পারবে বুকের গভীরে কার ঘনত্ব বেশি
তা সে হোক না যতোই আসা-যাওয়ার খেলা
সন্ধ্যা ঘনিয়ে এলে ফুরিয়ে কী যায় সকাল-বিকেল বেলা?শুরু আর শেষ এই নিয়ে পথ চলা।
-------------------------------
৩৫৫)
প্রেম নগরী মধুর ছোঁয়ায় যায় কি ডুবে?
ভিন দেশেতে উড়ছে পাখি খোলা হাওয়ায়!
যে যোযন রেখা পেরিয়ে এলেম এই বিকেল
সেখানেও চাঁদের আলো হেলায় হারায়।
--------------------------------
৩৫৬)
যা কিছু হয়নি বলা
সে পথেই ভেসে চলা
জানি না কী পাওয়া যায়?
চুপকথা ভিড় করে আজও সাহারায়
ভাবে না হতে পারে আকাশের ওই তারা।
চলে যাওয়া ঢেউ গুনে
কিছু কথা গেঁথে মনে
সেই তো বাঁধিয়ে রাখা পুরোনো পাতা।
------------------------------
৩৫৭)
আনন্দে থেকেও কী মন খারাপ হয়?
জানি নে এ কেমন সূচকের ব্যবহার!
হয়তো বা জীবন যাপন একটু ব্যাতিক্রম
হতেও পারো নক্ষত্ররাজির একজন
আমার শুরু বলো আর শেষ,শুন্যতে মিলে যেতে যাই।
------------------------------
-৯/১২/২২-অবুঝ মন -