৩৫১)
আগুন জ্বালিয়ে রাখার এ খবর হয়নি প্রকাশ
ছাই হয়ে নিভে যেতে দেখেছো কি?
কতবার প্রকাশিত পুরোনো স্বাক্ষর
তবু সেই শেষের কবিতাই সম্বল!
অথচ নিরন্তর হেঁটে চলে মৌ যৌবন--
ফুরফুরে ভালোবাসা জল,তাবাটা যে এখনও গরম।
--------------------------------------------
৩৫২)
সময় তো এসে গেলো
কুঁড়ি ফুটবার
এই যে জগৎ এই যে সংসার
বলো কেমন আছো
না আর কিছু না
ভরা থাক শুধু এটুকুই উপহার।
------------------------------------------
৩৫৩)
ঝরাপাতার নিয়ন্ত্রণে ঝড়ের মাতামাতি
উষ্ণ স্রোতে গা ভাসাতেই নিভলো সকল বাতি!
সহজ সরল,সরল রেখায় ভেজে কী আর চিড়ে?
এখন শুধু রাত্রি যাপন আধার কার্ডের ভিড়ে
তবু স্মৃতি হেঁটে বেড়ায় মেঘের আমন্ত্রণে----!
------------------------------------------
১০/১২/২২-অবুঝ মন -