৩৯৬)
তুমি অভিমানী হতে পারো,দোষ দেখি না
চেয়ে দেখো এই যে অগনিত ঢেউ মেলেছে পাখনা
সেখানেও থাকে তো কোন না কোন বায়না
তার মানে ভেবো না চাঁদের কাছে মোহনার স্নান এতোটা শিথিল-
--------------------------------------
৩৯৭)
তোমার এ শহর ছেড়ে সরে পড়া দেখে
আর বিচলিত নই আমি
শুধু এটুকুই মানি
কথা হোক মৃত্যুর চেয়ে আরও বেশি দামি।
------------------------------------
৩৯৮)
কিছু কথা শুধু কথা নয়
কিছু কিছু মনে গেঁথে রয়
এই যেমন পাশে থাকা,হাতে হাত রাখা
পাশে আছি আরও ---
শুধু তুমি থাকো নির্ভয়ে
এরপরেও--কেউ পালিয়ে বেড়ায়!
কেউ বা আজীবন সমান সমান্তরাল
এবার তুমি ভাবো নিজেকে কোথায় দেবে ঠাঁই?
আমি কিন্তু আজও ভালোবাসি আমার সফর।
-----------------------------------
৩৯৯)
বলেছিলাম যদি তিনি সাথ দেন তবে দেখা হবে
কিন্তু সেখানেই কবে থেকে লেগে আছে গোলযোগ-কে জানে
অথচ দিকে দিকে কত সাধনের মাতোয়ারা উৎসব!
তথাপি প্রভাতের রাগণুরাগে নেচে ছিলো সুগন্ধি বাতাস
শুধু ওইটুকু ব্যাস,জানে নি ভোরের উজান ভেঙে ছিল কী না --
----------------------------------
-অবুঝ মন -