৩৯২)
এ শুধু দূরেই থাকা-তবু কত গন্ধ মাখা!
হয়তো খানিক পথটা বাঁকা-আলপণা রঙ চোখে আঁকা
এ কোন জল ছবি নয়-এ আমার মনের আলো
আজো আমি এই পথেতেই ঘুচাই যত আঁধার কালো।
--------------------------------------------
৩৯৩)
মন রথ যাক যতো উড়ে দূরে কোথাও--
একটা অশনি সংকেত বদলে কী দিতে পারে ভ্রমরের পথ?
যদি গুঞ্জন থেমে যায়
জেনে রেখো ফিরবে না সে তো আর মায়াময় নীড়ে ।
-------------------------------------------
৩৯৪)


জানি তোমার সামনে সাজানো গোছানো রকমারি আয়োজন
তবু প্রয়োজন হলে ডাকতে ভুলে যেও না যেন
ফুসফুসের পরিধি রয়েছে খোলা এখনও সচল
যদিও জানি না স্মৃতির আকাশ কতটা শিথিল।
-------------------------------------
৩৯৫)


ছুঁয়ে যাওয়া সে হৃদয় আজ কোথা পাই
বেজে চলে বিষন্ন কোরাস ঠাঁই নাই ঠাঁই নাই
শূন্য ক্যানভাস,তবু অবাক হওয়ার জায়গা কোথায়?
কিংবা থেমে থাকবার ঝুঁকি আজ ক'জন বা নেয়?
প্রথম দেখা থাক না যতই,যাওয়া আর আসা এ খেলা নিরন্তর।
-----------------------------------
২/২/২০২৩-অবুজ মন-