৩৭৮)
জানি না এ জীবনি লেখা কতদূর এগোবে?
কিংবা লেখা হোক ছাই আর নাইবা হল
একটা ধূপ কাঠি অবিরাম জ্বলছে,জ্বলবেওও--
তুমিও সেই সুযোগে ধারাবাহিক পুরনো অভ্যেসে
হঠাৎই কোন বদলের রাস্তায় হাঁটতে পারো
জেনে রেখো তবুও---
গোটা একটা হৃদয় ফুরিয়ে যেতে দেখবে না কখনো।
-------------------------------------------
৩৭৯)
চাইলে কী আর সব পাওয়া যায় জীবন নদের বাঁকে?
তাইতো আজো কল্প লোক এতো স্বপ্ন আঁকে।
হোক তা যতোই ধাক্কা খাওয়ার মোচড় লাগা ঢেউ
ওই খানেতে লুকিয়ে থাকে হৃদয় কূলের কেউ।
হয়তো বাতাস ভারী হয়ে ঝড় বৃষ্টি নামে--
তাই বলে কী প্রেমের তরী আটকে থাকে জ্যামে?
--------------------------------------
৩৮০)
যে স্রোতে ভাসতে চেয়ে ভাসিয়ে ছিলাম ভেলা
চেয়ে দেখি সেখানেও--
প্রত্যাশা পারদ ছুঁলো না বলে চুড়ান্ত অবহেলা!
বুঝলাম ঝাড়াই মাড়াইয়ের পর যন্ত্রের কী থাকে দাম
সত্যি কি খড়কুটোর অবস্থান?
------------------------------------------
২/২/২০২৩-অবুঝ মন-