৩৭৩)
তুমি গীতিকার না সুরকার
তা তো তুমিই জানো
না,মানে খোজবার দরকার নেই।
তুমি নিরুপায় না অসহায়
তা তো সময় জানে
ভাববার নেই কোন প্রয়োজন।
শুধু যেটা জানা দরকার
সেটা হল এই যে--
ভাগের চাকা ঘোরে প্রতিদিন।
---------------------------------------------
৩৭৪)
প্রশ্ন কী খোঁজে?
যদি নিস্তব্দ আকাশ হতে চায়
তাহলে ছায়া শরীরের জায়গা কোথায়?
যদি ধরে নিই তুমি নেই--খুব ভুল হবে কি?
বোকা মন ঝুরি খোঁজে,জানি না কী পাবে আর
অথচ মায়াকান্নায় জড়িয়ে মেঘের আড়াল!
--------------------------------------------
৩৭৫)
এখনোও যেটুকু অবশিষ্ট আছে,তা বড় দূতিময়
আসলে যেটুকু আড়াল সেটুকু উবে গেছে কবে
তবু মোহনায় ডুব দিতে এতো ভয়!
ওই দেখো গোধূলির চাঁদ আনমনা রোদে খুঁজছে কাকে
তুমি কি এতোটা রোমন্ত্রন করেছো কখনো?
উর্বর চেতনায়,সময় সুযোগ খুঁজে পারো যদি জেনে নিয়ো।
------------------------------------------
৩৭৬)
শুকিয়ে ওঠা রোদের কাছে
কেন এতো ভিক মাগে?
কোন সে আশা--কিসের টানে
চাঁদের দেশে ঢেউ জাগে?
সব চেনা পথ হয় কি রঙিন
নিয়ন আলোর মুখ ঘিরে?
ময়না পাখি উড়ে গেলে
লাভ নেই আর বুক চিরে।
----------------------------------------
৩৭৭)
তোমার করুণা ধারায়
পলাশ যখন রাঙা রোদ মাখে গায়
এর চেয়ে বেশি আরও--
বলোতো সে কী চায়?
তুমি আগুন হতে পারো জেনেও
ঋতুরাজ মুখ কি লুকায়?
কিন্তু কী নিঠুর পরিহাস
সময় সময় বালিয়াড়ি ধায়
সাগর স্রোত হারায়!
অথচ "দীপ ছিল শিখা ছিলো-----"
---------------------------------------------