৩৬৪)
আসা আর যাওয়া সে তো নিয়মে বাঁধা পড়ে আছে
তাই বলে কী কুয়াশা সবসময় ঢেকে থাকে?
দেখা তো হওয়ার ছিলো,শুধু অনাদরে চাঁদটি গিয়েছে ডুবে।
এই যে মায়া ঘোর দেবেও খুলে দোর
অথচ কেন জানি না নীরবতা আকাশ কাড়ে!
আসলে জীবন সুধায় কথা হোক সোহাগে আদরে।
-------------------------------------------
৩৬৫)
সবটা যে ঝরঝরে ঠিক তা না
আবার সবটাই যন্ত্রণা এ কথাও না
পাতা ঝরা আছে বলে সবুজের ঢল
বসন্ত আছে জানে মৌমাছি দল
তবু যদি বলে থাকি উভয়েই ঠিক
মরুবালু উড়ে এসে করত কী চিক?
থাক সব ধারণা নিজ নিজ কাছে
গোলাপের কাঁটাটা কেন বিঁধে আছে?
---------------------------------------
৩৬৬)
কেন যে এমনি করে জীবনপুরে আসো চলে
এখনও--থাকবে দূরে?
রোদের ঐ আগুন তেজে যাই শুকিয়ে
দেখো না একটু খানি এগিয়ে এসে--
গোলাপের পাপড়ি খানিক মেলে দিতে
ভিজিয়ে নিতাম এ মন দহন দানে।
---------------------------------------
১৫/২/২০২৩-অবুঝ মন