৩৬৯)
নিত্য কর্মে ব্যস্ত ওরা যে যার মতো
উচাটনে ডুব দিতে চায় দেখায় কত!
আসল কথা পাশে বসে কৃষ্ণ সাথী
এতোই সহজ বদলে ফেলা রাতারাতি?
ইচ্ছে দোলায় উড়ছে ঘুড়ি বসন্ত সাজে
বলছে হেঁকে ভালবাসি ভ্যাপসা ভাঁজে!
এই তো চলন সফিসটেকের কলিন কূলের।
----------------------------------------
৩৭০)
না হয় হল না কিছু জৈবিক চাহিদা পূরণ
তাই বলে ভেবে নিলে দূর--!কত দূর?
চেয়ে দেখো কাছাকাছি,পাশাপাশি রয়ে গেছে আজীবন
তুমি ভাবতে পারো কুমিরের ছাগল পোষানি গল্প
জেনে রেখো মরা নদী হৃদয়ের উচ্ছেদ চায় না কখনো--
-----------------------------------------
৩৭১)
যেভাবে মন চায়
সেভাবে কি কাছে আসা যায়?
যদি ইচ্ছে অমূলক না হয়
অন্তত চেয়ে দেখা টুকু থাক,বেঁচে থাক
সাগরের ঢেউ মাখা গায়ে।
----------------------------------------
৩৭২)
অকাল বিদায়ী ভাষণ শুনে
কজন বা চলে যেতে চায়?
মুক্তির গানে গানে জোছনা মিলায়!
তবু না বললেই নয়
সংসার মায়া ঘর থাক না যেযার
শুধু শিকড়ের টান বাঁচিয়ে রাখতে  
পুরোনো সে পথ থাক না বজায়
এর পরেও যদি আসে চলে কাল ঘুম চোখে
বলার কিছু কী আর থাকতে পারে?
------------------------------------------
২৬/২/২৩-অবুঝ মন-