৩৬৭)
দেখা হল আগের মতো করে,খেলে গেল মহুল বাতাস
হৃদয়ের ওঠাপড়া থেমে চেয়ে থাকা একপলকে।
বিনিময় যেটুকু যা হলো,খুব একটা বলার তা নয়
সেই তো ফিরে যাওয়া পিছে পিছে তাকিয়ে ডাগর চোখে।
---------------------------------------
৩৬৮)
কে না জানে দীর্ঘ প্রতীক্ষার পর আগুন জ্বললে,সে আগুন নেভে না সহজে
কিন্তু ভেবে দেখেছো কী একবার হিতে বিপরীত হলে
সেই অসাড় পৃথিবীর খিল খোলা----?
সেখানে কে ঠিক আর কে----এ প্রশ্ন নেহাতই নাই বা হলো
তুমি আমি ঘিরে যদি কিছু ছায়া ছোপ থেকে থাকে থাক,গোপন কুঠিরে।
---------------------------------------
১/৩/২৩-অবুঝ মন-