৩৬০)
চাঁদ যখনই এলো নেমে মাটির কিনারে
মন পিয়াসী আগুন গোলাপ অমনি গেলো সরে
এমন ধারার গল্প গুলো জীবন ছুঁয়ে যায়
রঙের পরব জড়িয়ে নিয়ে সাগর স্রোত হারায়।
------------------------------------------
৩৬১)
টের পেতে পেতে অনেকটা নোনা জল খরচ হয়ে গেলো
তবু আবাস জোজনায় উঠলো না নাম!
বুঝলাম বাই শব্দের আজও--কেন এতো যত্ন খাতির
এরপরও অপেক্ষার চাদরে মুড়ে ফেলা ----?
আসলেই অবুঝ সবুজ সাথীর সাইকেলটি বড় গোলমেলে।
---------------------------------------
৩৬২)
কোণ কারণে হঠাৎ সকল বাঁধন গেলো টুটি?
ইচ্ছে গুলো মিশিয়ে ধুলোয় খেলছে কাটাকুটি!
কে যে কখন এমনি করে চায় যে নিতে ছুটি?
তাই বলে কী মেঘের মেলা বসবে চাঁদের দেশে?
অবুঝ মনের ভ্রমর সদাই পাহাড় চূড়ে মেশে
বহুক যতোই বদল হাওয়া যাবেই ভালোবেসে।
-------------------------------------
৩৬৩)
ভাঙতে ভাঙতে যে আজ এতটা কঠিন
সেখানে হাতুড়ি পেটালেও হয় কি মসৃণ?
প্রয়োজনের চাহিদা যতই বাড়ুক না কেন
প্রিয়জনের মূল্য এখনও--অসীম।
--------------------------------------
-অবুঝ মন -