৩৩৭)
যেমন খুশি ভাবতে পারো নেই তো কোন মানা
প্রানের পরে থাকলে টান দিও একটু প্রেমের কনা
যদি অনুভবে বুঝতে পারো কোমল কুসুম পাগল মন
মনে পড়ে আসা যাওয়ার ঝড় ওঠা সেই শিহরণ?
মেনে নেওয়ায় ভুল কি ছিলো বাঁকের মুখে আলাপন?
---------------------------------
৩৩৮)
যে চাওয়ায় ছিল একটু জল
সেখানেও খেয়াতরী করে টলমল!
কী জানি না পারার ছিল কী কারণ?
সোহাগ আদরে এতোটা বারণ!
অথচ পাতাঝরা হেমন্ত ছিলো না মোটেই।
------------------------------------
-২৯/১০/২০২২-অবুঝ মন