২৬৮)
বিরহী কে-যে বিদায় জানায় না কি যে বিদায় নেয়?
এ প্রশ্নের অবতারণা আজ না হয় শিউলি সুবাসে মোড়া থাক
দুজনের লেখা গানে অশ্রু সাগর উঠবে না ভেসে তা কি কখনো হয়?
সখি ভালোবাসা কারে কয়?
-----------------------------------
২৬৯)
যে সাগর মজে আছে বসন্তের মহুল বাতাসে
তাকে কি চাইলে পরে কাছে চলে আসে?
ঐ দেখো লাভাস্রোত উঠছে ভেসে
তবু কেন চেয়ে থাকা ধূসর জগতে?
অথচ নীরব পাথর চুপেচুপে কি যে কয়?
শ্যামের বাঁশিটি তাই পড়ে পড়ে ক্ষয় হয়!
--------------------------------------------
২৭০)
বুঝেছি প্রকাশের  দীপ্তি আর ভাবায় না
নীরবে বয়ে চলে হিমেল বাতাস
সেখানে বারে বারে কেন ঘাই মারো বিমূর্ত অক্ষর?
এবার ফিরে এসো নিজের বারান্দায়
অস্তিত্বের ছাপটুকু দেখো ধরে রাখতে পারো কি না?
-----------------------------------------
              অবুঝ মন