২৬৪)
কে কারটা নিলো
সে প্রশ্ন আজ না হয় থাক
শুধু এইটুকু জেনে গেছি
ভালোবাসো আমায়
নাই বা হলো কথা ছিটানোর রং
ধরুক না সে তারে জং
তার মানে ভুলে যাওয়া নয়
হয়তো বাতাসের গতিপথে বাজবে আবার
"জড়িয়ে ধরেছি যারে-----------"!
শুধু এ মন জানে তুমি যে আমার।
-----------------------------------------
২৬৫)
সেই যে শুনলাম বেশি আশা কোরো না
তখনই বুঝেছি ধারেকাছে ঘাই মারছে শোলমাছ
ওগো বিয়াল্লিশের চাঁদ এটুকুই যথেষ্ট কি নয়?
এরপরে ও অতীত কাহিনী!আর কি মানায়?
-------------------------------------------
২৬৬)
সন্ধ্যাতারার মত যখন উঠেছিলো জ্বলে
চাদের আলো তখনো ছিল কী ঝলমলে কী ঝলমলে!
বকুল তখন গাইলো গান গোলাপ হতে চেয়ে
পাগল প্রেমিক তাকিয়ে দেখে ভিনদেশী এক মেয়ে!
--------------------------------------------
২৬৭)
জোছনা খেকো ঝর্ণা হয়ে তুমি যখন কাছে এলে
যুগ যুগ উপবাসী হু হু সমুদ্রে ঢেউ ওঠে দুলে দুলে
এরপরেও যদি রূপান্তরিত শিলার ঘটে আগমন
বলোতো কি লাভ পুতুল নাচের খবরে?
বরং টাঙানো থাক হারানো বিজ্ঞপ্তি গোপন গহ্বরে।
------------------------------------------
-২২/১২/২০২১-অবুঝ মন-