২৩৫)
মূলের পচন হলে বলো কি বা থাকে?
পৃথিবীও বদলে যায় সময়ের ফাঁকে
তবুও ঝড় ওঠে ফিরে এসো একবার
সেখানেও রমরমা ভেজালের কারবার!
কেন যে উদাস মন উড়ে চলে বারবার?
গোলাপের সেই রঙ খুঁজে কি পাবে আর?
-----------------------------------------
২৩৬)
তুমি চলে গেছো মানে এই নয়
সব আলো নিভে গেছে
তুমি এসেছিলে বলে
কিছু তো রয়েছে সাথে
তুমি ভাবতে পারো নিটফল শূন্য
তাতে কি যায় আসে?
আমার ভুবনে যা আজো সপ্ন আঁকে।
---------------------------------------
২৩৭)
আবার কি হলো?
কে তোমায় ছেড়ে গেলো?
যাকে চাও সে কি নেই সাথে?
তাহলে ঐ যে বললে
যেতে যেতে একলা পথে
তাও কি ইতিহাস হয়ে গেছে?
বোঝো এবার কাছে থেকে
দূরে চলে গেলে কি হয়?
-------------------------------------
-৫/৯/২০২১-অবুঝ মন-