ধুনোর গন্ধ মাখতে গিয়ে
মনের কোণে জ্বললো আগুন
হিরোশিমার ধ্বংসস্তুপে
নতুন করে ফিরলো ফাগুন।


কল্পলোকের অলীক স্রোতে
ময়ূরপঙ্খী ভাসলো ভেলা
সুখ পাখিটা মিষ্টি সুরে
বাজালো বাঁশি বিকেল বেলা।


ঠিক তখনই আসলো ফিরে
বজ্র আঘাত মারন বাণ
ভালোবাসার সুখের নীড়ে
নামলো আবার ভাটার টান।


ঝর্ণা ঝরা তীব্র দহন
যন্ত্রণারই অচিন মুখ
আয়না কাঁদে নীরব রূপে
শিকাগো কি পায়গো সুখ?
------------------------------------------
১৯/৯/১৯