এই যে ঢেউ উঠেছে ফুঁসে ফুলে
সে ঢেউ কী এতো সহজে যাবে চলে?
এ কী কদর্য ভাষায় প্রকাশ দেখি?
চামড়া তুলে নেওয়ার প্রকাশ্য হুমকি!
তুমি সাধু আজ বাকি সব চোরেদের দলে!
এ কথা ভাবা যেত সময়টা আগের মতো হলে।


নারী হয়ে নারীর মানে যে বোঝে না আজ
গল্প দাদুর গল্প শুনে পড়লো মাথায় বাজ!
রাত নিশিতে পাঠিয়ে দিলে হল্লা গাড়ির দল
কাঁকড়া বিছের কামড় খেয়ে বুঝলো কেমন ফল!


আর যাই হোক লাল চক্ষু সব খানে কি চলে?
কার মুখটা কয়লা হল হুতুম বোড়ের চালে?
হারানো সুর হারানো গান জানেন কেন প্রিয়?
হোক না যতোই আসন উঁচু মুখের কথাই শ্রেয়।
-----------------------------------------
৪/৩/২৪-অবুঝ মন-