মেঘটা কোথায়--মনের কোণে?
ডানা ছিলো তোমায় যখন
কী করলে বলতে পারো?
তপ্ত বুকে আগুন জ্বেলে
ওই সুদূরে ভাসলে ভালো!
উজাড় করে দরজা খুলে
পর্দাটা কে টাঙিয়ে দিলো ?


এখন না হয় বিজন ঘরে একলা পথিক
তবু ও তো চোখের পাতায় খেলছে কথা
ইচ্ছে সুখের কেমন সাঁতার--
আকুল গাঙের মাঝদরিয়ায়?


রক্ত মাংসে তৈরি যে জন
মন কেমনের জানলা খুলে আর কী হবে?
পাথর হৃদয় যদি হতো
মানিয়ে এসব নেওয়াই যেতো
ইচ্ছে মতো কল্প লোকের গল্প বুনে
চন্দ্রযানে পাড়ি দিতাম সোহাগ ভরে
অনেক দূরে--অনেক দূরে --
নতুন কিছু পাওয়ার আশায়।
------------------------------------------
২/৮/২৩-অবুঝ মন-