ওরে ভবনা কেমন করে--
কোথায় ছিলিস--কোথায় এলি?
একটু তুই ভাবনা
মুখটা দেখিস আয়নায়।
করতে লড়াই
ধোলাই মালাই ভুলে
জাতটা ভুলে করিস বড়াই!


ওই যে শুয়ে আছে
ধূসর চোখে ধূলোর বুকে
ভাবছো না কি অর্থ পিশাচ হায়না?
সবাই যে এক হয় না
মাটির কাছে থেকে একটুখানি শুঁকে
পারিস যদি শুদ্ধ হতে
এখন থেকে ওসব কথা ছাড় না।


ওরে ভবনা
মুখটা দেখিস আয়নায়।
----------------------------------------
-২৯/১২/২৩-অবুঝ মন-