আর কোনো হারিয়ে যাওয়া নয়,এবার বেরিয়ে আসার সময়
গোলোযোগ কিছু যদি থাকে--থেমে যাবে কি শব্দহীন স্তব্ধতায়?
কি হবে অসীম-সসীম সীমানা খুঁজে?
অলৌকিক সুতোয় কাউকে বেঁধে রাখা যায় কি?
যা হারাবার সে কি স্থির?হয়তো সংযোজিত হবে আরো এক নতুন অধ্যায়।
তাই বলে অন্তহীন অপেক্ষা?মোহজাল!চুড়ান্ত ব্যাধির সমান।
---------------------------------------- -১৩/৬/২০২২-অবুঝ মন -