আলো খোঁজে রোজ নিজেরা কী হচ্ছি না পন্য?
সত্যি কী জানি আমরা ঠিক কতটা অনন্য?
দম দমাদম ঢাক ঢোল বাজছে,চাই যে একটু রোশনাই
এরপরেও দুর্দিন--!কে বা নেবে বলো অনাবৃষ্টির দায়?


আবার বৈপরীত্যের রীতি,যা খুব একটা কম ইতিহাস নয়
সামান্য সার্চ লাইটের অভাবে কত দীপ যে নিভে যেতে পারে?


তাই ভালো হোক কিংবা মন্দ,পর্দার সস্নেহে থেকে লাভ নেই আর
মুছে যাক যতো মরমে মরমে গুপ্ত হত্যার দায়
একটু একটু করে খুঁজে নেওয়া হোক শব্দের অপার্থিব দান
কখনো পেলেও পেতে পারো এক আকাশ নির্মল অরণ্য জোৎস্না।
--------------------------------------------
২৫/১২/২২-অবুঝ মন -