কেন দেবো ছেড়ে?
যদি নিতে চাও দেখ
কীভাবে নিতে পার কেড়ে?


দাবি তো একটাই ন্যাজ্য অধিকার
সেখানেও কারবারি জমিদারি
হয়ে বোড়ে তেড়েফুড়ে একেবারে উঠেপড়ে!


দেখলে তো ফলাফল হাতেনাতে
কীভাবে ঘুরে যায় খেল
নাও নাও আরো আরও--
চেটে মুটে শুষে খাও দুপায়ের তেল।


শূন্য কলসি হলে থাকে কি মর্যাদা জ্ঞাণ?
যুগ যত বদলাক
চিরকাল আলোকিত আদর্শ শিক্ষার গুণগত মান
ভেবে দেখো ওই স্থানে কেন আজও--
উজ্জ্বল নেতাজীর মান?


তবু জানি বুঝবে না
এঁড়েবেড়ে লুটেরার দল
হয়তো বা গেছে ভুলে ইতিহাস
ইতালির রেনেসাঁর জাগ্ৰত ফলাফল
জেনে রেখো--
"তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড়"
এতোটা ফেলনা নয়
না পারলে চেয়ারটা ছেড়ে যেতে হয়,আসছে সময়
----------------------------------------
২/৩/২০২৩-অবুঝ মন-