কে না জানে চোরের মাথা?
তবু মাথায় দেদার ছাতা!
এমন হাওয়া আর কী পারে?
বুকে হাঁটা তৈরী করে!
চাই শিক্ষা হোক কলরব
নজরুলকে জানো বুঝে
দেখছো না কি অতীত ছায়া--
দিচ্ছে ফেলে কপাল ভাঁজে?
থাক হৃদয়ে রবীন্দ্রনাথ
মনের খিদে যাবেই মিটে।
--------------------------------------
১৩/১২/২২-অবুঝ মন -