---------------------------------------
ঘুঘু দেখতে কেমন?
প্রশ্নটা বড়ই বেমানান
চোখ কান খোলা রেখে খুঁজে নিতে হয়
বাসাটা কোথায়,কেমনই বা হয়
সমাজের প্রতি স্তরে রয়েছে অসংখ্য প্রমাণ।


তেমনি একটি ইতিহাস মনে পড়ে গেল
ধীরে ধীরে বাড়ছিলো ঢেউ
এ কথা কে না জানে?
হাতাহাতি,মারামারি হলো কতো জানাজানি
বিচার নির্বাসন,প্রহসন
তবুও,রয়ে গেল আজও,সেই চেনা ফেউ
সুযোগ খুঁজে আবারও,করছে ঘেউ ঘেউ।


সময়ের বেড়াজালে কাটা খাল
এবার বোধহয় ঢুকে পড়েছে বড় কুমির
লজ্জায় মাথা নত করে হাঙর
নির্বাক,জর্জরিত এ কোন চাঙড়কে--
আলিঙ্গনে বরণ করতে উদ্যত নানান রঙিন তিমি!


এসেছে সময় ধুলো,জঞ্জাল তাড়াবার
নইলে পিশাচের নখরাঘাত করে দিয়ে যাবে ছারখার
শুধু প্রয়োজন হাতে হাত রাখা,জোট বাঁধা
তীব্র সুরে,প্রতিবাদ টুকু দরকার
তবেই আসবে জয়,নিশ্চয়
মনে রাখা ভালো,
"চিরদিন কাহারও সমান নাহি যায়"।
-------------------------------------


২২/১/২০২০-অবুঝ মন-