সবুজ গালিচা থেকে--
রোজ ঝরে পড়ে হলুদ পাতাগুলি
ঠিক তেমনই ঝরা পাতার মতো
টুপ টুপ করে পড়ছে ঝরে
কথার মালায় সাজানো--
স্বপ্নের রঙীন দোলা খেলা।


ইতিহাস মনে রাখা দোষের কি?
তাহলে বন্ধন মায়াজাল--
কেন করে খেলা আলেয়ার মতো?
আবেদন পাথরের মতো ভারী হয়ে
ডুবে যেতে চায় আঁধার খুঁজে,
সীমাহীন প্রতিশ্রুতির ঝরঝরে পালকের মতো।


প্রাপ্তি রুপে কেবলই পাওনা
দয়ার মন-ভরানো চাদর--
হয়তো একদিন তাও হারিয়ে যেতে পারে
ভুল বোঝাবুঝি জীবন খাতার গভীরে,
সেদিন ব্যথার রঙ-হীন খেলা--
যাবে অস্তাচলে, প্রেমের মায়াহীন আঁধারে।
--------------------------------------
২৭/৪/১৯