আগুন জ্বলছে দাউ দাউ করে!
খোলা আকাশের বুক চিরে--
চারিধারে বাতাসের খেয়ালে
নানা রঙে-নানা রূপে নীরবে,
ভয়ের উৎকণ্ঠা -নেই কারো মনে
সবাই তাকিয়ে নির্ভয়ে!
আনন্দ উচ্ছ্বাসে খোলা বাতায়নে।
প্রফুল্ল বদনেতে-আনন্দ রেশের সীমানা নাই,
যেন কেবলই অসীমের মাঝে--
আলোকের ঝর্নার রোশনাই।
হয়েছে যে ধরাতলে
কালীমাতা (শ্যামা) মায়ের আগমন--
আগুন- আলোয় ধ্বংস হোক
মানব সমাজের অশুভ লক্ষণ।
--------------------------------------