এসো বাড়াও হাত
----------------------------------------
একটি মাত্র হাতিয়ার
আর তার হাত ধরে
এভাবে ও ফিরে আসা যায়
তা সে যতোই শীতকাল হোক না কেনো?
একটি মাত্র স্মার্টফোন ও,
বুকে ভরে দিতে পারে সোনালী সরল শ্বাস।


হয়তো এ কারণেই নড়বড়ে পৃথিবীটা--
আজো ছাতার মতো রয়েছে দাঁড়িয়ে
টেনে আনে গভীর শিকড়ের অদ্ভুত টান
জাগিয়ে তোলে সবুজ সম্ভাবনার উজ্জ্বল ভবিষ্যৎ!


যেখানে না থেকে কি পারে--
ছোটবেলার সেইসব উড়ন্ত ঝিলমিল ঢেউ ?
এরপরেও কুম্ভকর্ণের ঘুম
কবচ কুন্ডলের মতো কাউকে জড়িয়ে ধরতে কি পারে?
না,সে ঘুম চাই না আর,এসো বাড়াও হাত
বৈকাল ফুরিয়ে গেলে নড়বড়ে ফুসফুস গুলি--
সন্ধ্যা নামার আগেই অচিন পাখি হয়ে যেনো না যায় উড়ে।
---------------------------------------
            -১৭/১০/২১-অবুঝ মন-