সর্বনাশ কাকে বলে?গোপন করেছে বলে
না কি কাঠিটা ঠুকতে গিয়ে বারুদ খসালো তাই?
আরে আরে এ কথা ভুললে কী চলে কি যেনো খাই খাই ?
জানো না কি--রক্তে লেখা থাকে এমনো বাই?
মাঝে মাঝে ইচ্ছের ও বন পলাশের দেশে ঘুরে আসা চাই
কাকে--কোথায় যেন যেতে হয় বেলের নাচন দেখতে গেলে?


সময়টা নেহাতই মিনিট ঘন্টা দিন কিংবা মাস নয়
বলা যেতে পারে একাধিক যুগ পারাপার
ভেবো না আবার সন্নাসী কিংবা পারিজাত গন্ধ রত্ন আকর
দেখছো না কি কেমন বৈশাখী ঝড়?
আধুনিক ডিভাইসে মিষ্টি বলয়ের দূর্ভিক্ষ যদি প্রকট হতো
ঝরা পাতার প্রকাশনা এতোটা সহজ হতো না কখনো।


তাই বলি কী বাতাসের দোষ খুঁজে থেমে গেলে
এই যে গঙ্গা থেকে সুউচ্চ হিমালয়---
অপূর্ব বৈচিত্রের পুণ্য ভূমির নয়নাভিরাম রূপ দেখা হতো কি?
এসো ধরো হাত,অনন্ত জাগরণ মঞ্চের মুখপাত্র হও অন্ততঃ একবার।
-------------------------------------------
২৪/৬/২০২২-অবুঝ মন-.