এসো হে


এখানে জিলিপি নেই এখানে ধূপের সুগন্ধী আছে
এখানে শকুনি নেই এখানে সবাই বিবেকের ধারেকাছে
এখানে পেঁচক নেই এখানে বসত চাঁদের
এখানে দূর্যোগ নেই এখানে প্রহরীরা জাগে রাতের
এখানে প্রতিবাদ আছে তাজা শোণিত উষ্ণ আঁচে
যদি কিঞ্চিৎ দাগ রেখে যেতে চাও,এসো হে অনন্ত জোৎস্না প্রবাহে---
-------------------------------------
আয় চলে আয়


মুখের কথায় ভেজে কী আর বাজারঘাটের চিড়ে
কেমন করে পারিস দেখি ডি.এ.টা দে ছেড়ে?
ফটাস করে বলে দিলুম আত্মকেন্দ্রিক ভাবনা
বলতো কেন গারদ ঘরে হীরে মানিক সোনা?
সোজা কথায় বল না ভাই মাল কামানো বাকি
আনাই ধানাই পানাই করে ঢাকা কি যায় ফাঁকি?
তোরাই জানিস ওই পথটি কেমন আছে বাঁকা
আয় চলে আয় দেখতে পাবি সহজ সরল রেখা।
--------------------------------------- -২৯/৩/২৩-অবুঝ মন-