হতে পারো বাহাদুর
হতে পারো তলোয়ার ঢাল
ওই দেখো ওরা কারা
রোগা চটা ফাটা মিলে
ওরাও বজরং দল,সব নয় এক
তবু ওরা একসাথে ছাড়ে হুংকার।


সেখানে আমরা--
রঙ চটা বেরঙের এতো কোন্দল!
জেনে রেখো ভেদাভেদ
স্বার্থের দ্বন্দ্ব মোটে ভালো নয়
নামতাও সরলের নিয়মের ধার
শুধু শুধু কুয়াশা কুড়িয়ে
লাভ কিছু আছে কী?


না কোন পতনের স্বর
ওই দেখো স্বচ্ছ স্ফটিকের জল
ছুঁয়ে চলা ঢেউ বোঝে যদি কেউ
সেখানেও আমরা একা কেউ নই
সূর্যের আলো সাথে থাক
মুছে ফেলো যতকিছু জীবনের দাগ।
-------------------------------------
২৭/১১/২৩-অবুঝ মন -