আমি ও চলেছি বিবেকের তাগিদে
দেখি কী খুঁজে পাই সেখানে ?
আরশির শরীরে পটাপট ফুটছে
কাঁটা গাছ, ঝোপ ঝাড়, গুল্ম যদিও---!
পান্থের ঠিকানা এরকম হয় বুঝি--কে জানে?
অনেকেই বলছে খেয়ে তোর কাজ নেই তবুও ---
মড়াটা নড়ছে ভুলে গেলে চলবে পাঠকের?
সমাজকে যাঁতাকলে পিষছে ওরা সব!
একটুও থামবার জো নেই কাকে আর বলবো?
ভাঙছে ভাঙছে শির দাঁড়া ভাঙছে চুপচাপ রইবো কতক্ষণ ?
ময়দান ডাকছে,ময়দান ডাকছে---
এসো সব লড়াইয়ের উঠোনে মিশে যাই আমরা সকলে।
---------------------------------------------
২৬/১/২৪-অবুঝ মন -