গুরুকুলের মহার্ঘ মোড়কে
লুকানো ছিল একটি প্রাণ
নবদীত অরুণের মত তেজশালী
আর বিশ্বাসে মহা বলিয়ান।
সেই তিনি ডাক দিলেন বঞ্চনার অবসানে
মানুষের ভিড়ে ,মানুষের কল্যাণে--
শুরু হলো কঠিন সংগ্রাম ,আমরণ অনশন
সময়ের ভাঁজে দলে দলে --
জমলো সেখানে আশ্চর্য মেলবন্ধন।
ছড়িয়ে পড়ল চেতনার বীজ অভিকর্ষ টানে
সম্মানীয় শিক্ষিকা 'পৃথা বিশ্বাস' প্রনমি চরণে।
প্রতিজ্ঞাবদ্ধ, সম্মান রোদ্দুর খানিকটা ধরা দিল
মাননীয়া 'পৃথা বিশ্বাস' গুরুকূলে আজ থেকে
আস্থাশীল লক্ষ্মীর মর্যাদা পেল।
-----------------------------------
২৬/৭/১৯