মনের এই আয়নাতে
আমি নেই ভাবতে
হাঁপরটা খসখসে মনে হয়
বোধের এই সাগরে
কতকিছু চুপচাপ
মুখ বুজে মেনে নিতে হয়
অথচ কিছু না
জমা কিছু নির্যাস গোপনের
ব্যথা দেয় সারাক্ষণ
তবু দেখো খোলামেলা
কতশত বুনোহাঁস উড়ছে!
তার মানে এই কী
অবহেলা অভিমান
দাম কিছু চাইছে?
সবটাই সময়ের নিরিখেই
ছাড়ো সব কাদা জল নিখিলেশ
এর চেয়ে দামী কিছু হয় কি?
--------------------------------------------
-৯/১/২৩-অবুঝ মন-