ছলনার নাগপাশ জড়িয়ে ধরলে পরে
ধর্মের পবিত্রতা কি একেবারে যায় চলে?
সত্য প্রেমময় মাধুর্য্যে ভরা যে বন্ধন
এতো সহজে তা যায় না কখনো বিফলে।


ও বললো বলে মনের দেয়া-নেয়া হয় না-
এ কথা ভাবছো কেন এতো গভীর ভাবে?
দেখো চেয়ে হিসাব খাতার প্রতিটি ভাঁজে
আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে কীভাবে।


তোমার আহ্বানে যে সাড়া দিতে চেয়ে--
বুনেছিলো মায়াজাল,সে দায়ভার তোমার তো নয়
গভীরে ডুব দিলে বোঝা যায় কতোটা ক্ষত থাকলে পরে-
নীরব দরজায় বারে বারে ও এসে সাঁতরায়।


এই যে ছোটাছুটি দেখছো সেটা যে রক্তের দোষ
ভিতরটা একেবারে ফুরফুরে সবুজ সকাল
মধু ভরা সুখের ক্যানভাসে টান আছে বলে
তোমার খবরের পাতা আজও এতো ঝলমল।
-------------------------------------------
১৪/৬/২০২০-অবুঝ মন