যখন জেনেছি,ততক্ষণে অন্ধকার যুগের খতিয়ান অনেকটাই এগিয়ে গিয়েছে
এবার কী করি?ভাবতে ভাবতে কয়েকটা শিকড়ের দীর্ঘশ্বাস এলো চলে!
এতো দিন মনেপ্রাণে গ্ৰহনের যে স্বাদ জুড়ে আছে পাঁজরে
সেটুকু সম্বল করে দিতে হলো উদ্বেগমুক্ত থাকার সহজ অভ্যাস
কিন্তু কজন শোনে?অশনি সংকেত জেনে কিছু কিছু কথা টেনে যতনে নিলো বিদায়!
তবু তাদের এটুকু বলতে পারি কাগজের নৌকো ভাবার এখনো আসেনি সময়
দেখো চেয়ে হিরোশিমা নাগাসাকি কত উজ্জ্বল?
------------------------------------------ -১৩/৫/২৩-অবুঝ মন -