হৃদয়ের বালাই নেই ধরে নিতে দোষ কোথায়?
সেখানে কি আর অবশিষ্ট থাকে?
অথচ কালে ভদ্রে হাতের উপর হাতটি রেখে-
মধুর আলাপনে স্বপ্নীল ইতিহাস রচে।


এমন সময় আগুন গোলার হড়পা বানে উঠলো দমকা হাওয়া,
কী আশ্চর্য লেপটে থাকা বাকল গুলোকে একে একে ঝরিয়ে দিলো!
ঠিক তখনই দয়ার সাগরের 'বোধোদয়'মনে পড়ে গেলো
একমাত্র তুই যে আমার হৃদপিন্ডের শুনেছিস স্বর!


তাহলে ফাগুন রাঙা বসন্তে,"যদিদং হৃদয়ং মম-----"সানাইয়ের সুরে যে ফসল ঘরে তুললো,
তার ও কি এই একই দাড়িপাল্লায় তুল্যমূল্য বিচার?
বাকি পথের বাঁকের অডিও ভিজ্যুয়াল ছেড়েই দিলাম,
রক্ত টগবগ শূন্য মন চাঁদের পাহাড়ে কি আর পাওয়া যায়?


যাক তাও ভালো,গোলাপ বাগানে নতুন কুঁড়ির হয়েছে আবির্ভাব
'আয় খুকু আয়'আলোর স্পর্শে কেটে গেছে কি বাকি সব জঞ্জাল?
---------------------------------------------
৩/১/২০২১-অবুঝ মন-