এই তো সেদিন এগিয়ে এসে
হাতের পরে হাতটি রেখে
মন রাঙিয়ে বলেছিলে,কথা দিলাম


তিন সত্যির গল্প শুনে
পাগলা দাশু অবাক বনে
মুখের পরে তাকিয়ে ছিলো--মনে পড়ে?


স্মৃতির ঝাঁপি আরও--আছে
দাবানলের অনেক কাছে
চাঁদ সওদাগর হাজির হলো


গোলাপ তখন ঝিলমিলিয়ে
আগুন রোদ বিছিয়ে দিয়ে
তিরতিরিয়ে ঝলসে ওঠে--মনে পড়ে?


এমন সময় কী করে যে
কোথা থেকে রে রে করে?
ডাকাতরা সব এগিয়ে এলো


সেই যে সেদিন বাজের বহর
কালো ধোঁয়া ছড়িয়ে দিয়ে
সারা শহর ভরিয়ে দিলো-মনে পড়ে?


এমনি করে অনেকটা দিন পেরিয়ে গেলো  
দিনের পর দিন,মাসের পর মাস,বছরের পর বছর
বনহরিণী কোথায় গেলো--বলতে পারো?
---------------------------------------
১৫/২/২৩-অবুঝ মন-