কে চায় দূতিহীন ক্ষয়িষ্ণু রাত?
কে বা চায় অবুঝ প্রেমের অকাল সুনামীর তীব্র তান্ডব?


স্বাধীনতা কাকে বলে-এইটুকু টা বুঝতে পেরে
কী পেয়েছি--কী বা গেছে--হিসাব নিকাশ রেখে দূরে
আঁকাবাঁকা ঘূর্ণি হাওয়ায় অনেকটা পথ ঘুরে
নিজেকে প্রশ্ন করে সহজ স্রোতে এলাম ফিরে।


এবার নির্বোধ অনুভূতি সরিয়ে সম্পর্কের সরল সমর্পণে
সহজ সরল শান্ত মোহনা বুকে টেনে উজাড় করে ফিরিয়ে দেওয়ার পালা
বঞ্চনা না,নিবিড় করে আগলে রাখা ভরসা ভরা অধিকারের চোখের আলোয়--
----------------------------------------
২৮/১২/২৩-অবুঝ মন