বাণিজ্য সম্মেলন
------------------------------
সেদিনও বুঝতে পারিনি
ধূসর দীর্ঘ প্রতীক্ষার আরো আছে বাকি!
কয়েকটি লোভাতুর চোখ নিতে পারে সব কেড়ে?
ভাসমান সপ্তডিঙা আর কী করে
উপায় খুঁজে চলেছে ভেসে নিরুদ্দেশের যাত্রাপথে।
অথচ এমন তো হওয়ার ছিলো না
কোকিলের ডাক ছিলো,নূপুরের তান ছিলো
ছিলো নিবিড় ছোঁয়ায় হারিয়ে যাওয়ার রামধনু রঙ
অথচ কী আশ্চর্য!জেগে ওঠে লাল কাঁকড়ার বহুগামী  বাণিজ্য সম্মেলন।
-------------------------------------
প্রশ্নটা উঁকি দিয়ে যায়
----------------
তখনো শীতল বাতাস ছোঁয়া হয়নি
ধেয়ে গেছি পাহাড় চূড়ায়
দেখেছি আগ্রাসী স্রোতের কী গভীর টান
জেনেছি তা প্রেম নয় শহীদ মিনার
চক্ষু ছানাবড়া দুধ একেবারে জল কেটে যায়!


এই যে পাহাড়ি ঝর্ণার কল কল রব
নেই কি কোনো তার সঙ্গম হ্রদ?
কি ভাবে এখনো স্থিতাবস্থা রেখেছে বজায়?
সত্যি কি সঁপেছে সমর্পণ ভার?
না কি নিসপিস যৌন মিছিলে খুঁজেছে নৈঃশব্দের আশ্রয়?
---------------------------------------- -২/৮/২০২২-অবুঝ মন-