সে এক রূপকথা গল্পের মতো মনে হয়
কিন্তু গল্প তো নয়ই,
বরং দিনের আলোর মতো স্পষ্ট ঝিলমিল সরোবর।


অনেক,অনেক দিনের পরে
পাতা ঝরা দেশের থেকে
একদিন হাঁকপেড়ে ডাক এলো ।


সেদিন থেকে আবার নতুন ইনিংসের-
বীজ বোনা শুরু হলো
সেখানে প্রেম না কি শরীর? শুরুহলো এ প্রশ্নের সাওয়াল পর্ব!


ধিরে ধিরে ঝড় ওঠে কালের সীমানায়
পাতালের মাতাল আগুন হলো বেসামাল
অথচ বেলা শেষে কুড়িয়ে নিলো অলীক স্বপ্ন সকল দায়ভার!


তীর ছুঁয়ে ঢেউ গেলো চলে
ফিরবার না কী পথ নেই আর!
তোমারো কি একটুও হয়নি পরাজয়?


বৃন্দাবন বলো কিংবা মথুরা
বাঁশী শুনে আর কাজ নেই
ঝরাপাতা ঝড়কে ডেকে খুঁজেছে গল্পের আশ্রয়!
---------------------------------------------
১৯/২/২০২১-অবুঝ মন-