বসন্তের সরগম শুনিনি কখনো
উড়ান ভোমরার আওয়াজ শুনেছি অনেক
মহারাজ রয়েছে জেগে
কলা গাছের গোঙানির কি ভিষন তেজ!
কালো ভ্রমর না কি বিষাক্ত কিছু
ছটফট উসপাস নেই কোনো হুঁশ
কেউ বা কাটছে জাবর,কেউ বা দামামা
কেউ বা জোপছে শুয়ে এবার একটু থামা।
নিশি রাত বাঁকা চাঁদ --
হাসছে মিটি মিটি,এমন কান্ড দেখে
ঘুম নেই চোখে,চুপি চুপি রাত জেগে কাটে
পাখি ডাকে শাখে,ভোর হয়ে আসে।


বাপরে বাপ একি!
এই কি ছিল লুকানো মনের উঠোন জুড়ে?
সুযোগের হুজুগে সদ্ব্যবহার
কিছু বলা নেই কওয়া নেই বুকের উপর দিয়ে
দুজনে মিলে রলার চালিয়ে দিলে!
সারা রাত ফাঁপরে পড়ে হাঁপরের ধ্বনি শুনি
বলে কি বোঝানো যায়?
এযে কি বেদনা ভরা সুনিপুণ মৌসুম সুনামী!
---------------------------------------------
৮/৩/২০২০-অবুঝ মন-